ফিক্স দ্য এমটিএ প্যাকেজ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটিতে এমটিএ পরিবহনের ভাড়া যাতে বাড়ানো না হয়, সিটিতে বাস ফ্রি সেবা দেওয়া হয়, সে বিষয়ে কাজ করছেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি
মেম্বার জাহরান কে মামদানি। তার সঙ্গে রয়েছেন আরো বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতা ও অন্যরা। ‘ফিক্স দ্য এমটিএ’ অ্যাডভোকেট এবং লেজিসলেচাররা গত ১৪ ফেব্রুয়ারি আলবেনিতে সমাবেশ করেন। এদিন বেলা ১১টায় এ বোর্ড অ্যালায়েন্স অব ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, কমিউনিটি অর্গানাইজেশন, অ্যাডভোকেটস এবং স্ট্র্যাফ্যাঞ্জাররা ‘ফিক্স দ্য এমটিএ’ প্যাকেজের সমর্থনে সমাবেশ করেন।
ফিক্স দ্য এমটিএ প্যাকেজের মধ্যে রয়েছে ‘ফর্মুলা থ্রি’ খরচের বিল সম্পূর্ণরূপে এমটিএ অর্থায়ন করবে এবং সাম্প্রতিক সময়ে যে ভাড়া বাড়ানোর আলোচনা ছিল, সেই ৩ ডলার ভাড়া বৃদ্ধি প্রত্যাখ্যান করবে। ৬ মিনিট পরিষেবার জন্য আরও বেশি ফ্রিকোয়েন্সি তহবিল দেবে এবং সিটিতে বাস সার্ভিস বিনা মূল্যে সেবা দেবে। প্যাকেজে প্রোগ্রামেটিক ব্যবস্থাও রাখা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে, আরও ভালো রিপোর্টিংয়ের মাধ্যমে সংস্থার জবাবদিহি বৃদ্ধি করা, বিচক্ষণ এবং সঠিক বাজেট ব্যবস্থা স্থাপন এবং দক্ষতা বাড়ানো।
অ্যাডভোকেটস, এমটিএ রাইডার্স এবং নির্বাচিত প্রতিনিধিরা একইভাবে ওয়ান-হাউস বাজেটের প্রতি আহ্বান জানান। বলা হচ্ছে, শুধু এমটিএর আর্থিক সংকট নিরসনের জন্য তহবিল অন্তর্ভুক্ত করা নয়, বরং উন্নত পরিষেবা নিশ্চিত করার জন্য। নিউইয়র্কের স্বল্প আয়ের মানুষেরা আকাশছোঁয়া খরচের কারণে সংগ্রাম করছেন। এ অবস্থায় ভাড়া না বাড়ানোর জন্য ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় নিউইয়র্ক স্টেট ক্যাপিটলের সামনে সমাবেশ করা হয়।
সেখানে যোগ দেন অ্যাসেম্বলি মেম্বার জোহরান কে মামদানি, এনওয়াইএস সিনেটের ডেপুটি লিডার মাইকেল জিয়ানারিস, সিনেটর জুলিয়া সালাজার, সিনেটর জেসিকা রামোস, সিনেটর ক্রিস্টেন গঞ্জালেজ, সিনেটর অ্যান্ড্রু গৌনার্ডেস, সিনেটর জন লিউ, অ্যাসেম্বলি মেম্বার মার্সেলা মিটাইনেস, অ্যাসেম্বলি মেম্বার অ্যালিসিয়া হাইন্ডম্যান, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গনজালেজ-রোজাস, অ্যাসেম্বলি মেম্বার আমান্ডা সেপ্টিমো, অ্যাসেম্বলি মেম্বার জেফরি ডিনোভিটজ, অ্যাসেম্বলি মেম্বার ফারা সোফ্রান্ট ফরেস্ট ও অ্যাসেম্বলি মেম্বার সারাহানা শ্রেষ্ঠা। অ্যাসেম্বলি সদস্যদের পাশাপাশি ৫০টিরও বেশি অ্যাডভোকেট এবং এমটিএ রাইডার সদস্য অংশ নেন।