ঠিকানা অনলাইন : শেষ হচ্ছে না ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড ইস্যু। বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে আদালতে নিচ্ছে জার্মানি। ফিফার নিষেধাজ্ঞার বৈধতার বিরুদ্ধে স্পোর্ট আরবিট্রেশন অব কোর্টে আপিল করতে যাচ্ছে জার্মান ফুটবল ফেডারেশন।
তবে ফিফার নির্দেশ মেনে জাপানের বিপক্ষে ওয়ান লাভ আর্মব্যান্ড পরবেন না জার্মানির অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার। তবে আদালতের রায় নিজেদের পক্ষে এলে পরের ম্যাচে স্পেনের বিপক্ষে ওয়ান লাভ আর্মব্যান্ড পরবেন জার্মান অধিনায়ক।
এর আগে ওয়ান লাভ আর্মব্যান্ড ইস্যুতে মুখোমুখি অবস্থানে ছিল ফিফা এবং ইংল্যান্ড, ওয়েলস, জার্মানি, নেদারল্যান্ডসসহ ইউরোপের বেশ কয়েকটি দল। ফিফার শাস্তির হুমকির পর পিছু হটে দেশগুলো।
মূলত সমকামী-বিদ্বেষ ও বিদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে কাতারের সমালোচনায় মুখর ছিল ইউরোপীয় দেশগুলো। প্রতিবাদের অংশ হিসেবে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন, ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলসহ মোট সাতটি দলের অধিনায়ক ‘ওয়ান লাভ’ লেখা আর্মব্যান্ড পরে কাতার বিশ্বকাপে মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় ফিফা আইন। ফলে ফিফা শাস্তির ঘোষণা দিলে পিছু হটে দেশগুলো।
কাতারে সমকামী প্রেম অপরাধ হিসেবে গণ্য হয়। বিশ্বকাপ শুরুর আগে থেকে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এতে অংশ নেয় ইউরোপের বেশ কয়েকটি দেশ। তবে এই প্রথম কোনো দেশ ফিফাকে আদালতে নিয়ে যাচ্ছে।
ঠিকানা/এসআর