
আবারও অভিনয়ে ফিরছেন চিত্রনায়িকা সাহারা। ২০১৫ সালের ৭ মে বিয়ের পর স্বামী, সংসার নিয়েই ব্যস্ত ছিলেন। তাই গত তিন বছরে তাকে অভিনয়ে দেখা যায়নি। এবার সিদ্ধান্ত নিয়েছেন আবারও অভিনয় শুরু করবেন। এ জন্য মানসিকভাবে প্রস্তুত তিনি। এ প্রসঙ্গে সাহারা বলেন, ‘গত তিন বছর সংসারেই সময় দিয়েছি। মেয়েদের জীবনের পরিপূর্ণতার জায়গা হচ্ছে স্বামী আর সংসার। তাই নিয়েই ব্যস্ত ছিলাম। এখন ভাবছি ভালো গল্প পেলে চলচ্চিত্রে অভিনয় করব। সেভাবেই এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি শিগগিরই অভিনয়ে ফিরতে পারব।’ শুধু চলচ্চিত্রেই নয়, সাহারার ইচ্ছে আছে ভালো কোন প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করার। সংসার করার পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নাম লিখিয়েছেন সাহারা।