ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য মুনা কনভেনশন নিয়ে প্রস্তুতি সভা

নিউইয়র্ক : মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা- মুনা’র দু’দিনব্যাপী কনভেনশন আগামী ৭-৮ জুলাই (শনিবার ও রোববার) অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ার সুবিশাল দৃষ্টি নন্দিত ‘পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে’। এ উপলক্ষে মুনার ন্যাশনাল ভাইস প্রেডিডেন্ট আবু আহমেদ নূরুজ্জামানকে আহ্বায়ক করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। উত্তর আমেরিকায় মুনা’র এ কনভেনশনই হবে প্রবাসী বাংলাভাষী মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ।
গত ১৫ এপ্রিল এ উপলক্ষে নিউইয়র্ক স্টেটে দায়িত্বশীলদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। পরিচালনা করেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর হারুন অর রশিদ। কনভেনশনের বিস্তারিত বিবরণ দেন কনভেনার আবু আহম্মেদ নূরুজ্জামান।
প্রস্তুতি সর্ম্পকে বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল এসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, নিউইর্য়ক নর্থ জোন সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, সাউথ জোন সভাপতি আবু আহমেদ ওবায়দা।
উল্লেখ্য, কনভেনশনে পরিচয় ঘটবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের দেশ থেকে আগত ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং কোরআনের নন্দিত তাফসিরকারক ও খ্যাতিমান হাদিসবিদদের। তাদের বক্তব্য অংশগ্রহণবারীদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করবে বলে কনভেনশনের আয়োজকদের বিশ্বাস। এ ছাড়া তাদের মনে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, সেসব বিষয়ে বিজ্ঞজনদের নিকট থেকে সুষ্পষ্টভাবে জেনে নেয়া। আয়োজনে উত্তর আমেরিকার নতুন প্রজন্মের মুসলিম তরুণ-তরুণীদের আকৃষ্ট করার লক্ষ্যে বিশিষ্ট উদীয়মান ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা কনভেনশনে তরুণদের উদ্দেশ্যে ইসলামের বিভিন্ন দিক, বিশেষত পাশ্চাত্যে ভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে মুসলিম হিসেবে নিজেদের স্বকীয়তা বজায় রেখে সত্য পথকে সমুন্নত করে সামনে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন। শিশুদের কনভেনশনে থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও বিনোদনমূলক ব্যবস্থা। -প্রেস বিজ্ঞপ্তি।