ফিলিপাইনের নির্বাসিত কমিউনিস্ট নেতার মৃত্যু

ঠিকানা অনলাইন : ফিলিপাইনের কমিউনিস্ট নেতা হোসে মারিয়া সিসন ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বিশ্বের দীর্ঘতম মাওবাদী বিদ্রোহ শুরু করেছিলেন। ১৭ ডিসেম্বর (শনিবার) দেশটির কমিউনিস্ট পার্টির বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক নেদারল্যান্ডসে মারা গেছেন। ১৯৮৭ সালে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে তিনি সেখানে স্ব-আরোপিত নির্বাসনে বসবাস করছিলেন। ১৯৮৭ সালের বিদ্রোহে হাজার হাজার মানুষ জড়িত ছিল বলে দাবি করা হয়।

এ নেতার মৃত্যুর কারণ উল্লেখ না করে পার্টির এক বিবৃতিতে জানানো হয়, উট্রেখটের একটি হাসপাতালে দুই সপ্তাহ পর ফিলিপাইনের সময় সকাল ৮ টা ৪০ মিনিটে সিসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিলিপাইনের মেহনতি মানুষ তাদের শিক্ষক ও পরামর্শদাতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

সিসন সরকারকে উৎখাত করার ও সাবেক আমেরিকান উপনিবেশে ‘আমেরিকান সমাজতন্ত্র’ শেষ করার জন্য একটি মাওবাদী শৈলীর কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার আশা করেছিলেন। ১৯৬৯ সালে শুরু হওয়া চলমান সশস্ত্র সংঘাত ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

ঠিকানা/এসআর