ফিলিপাইনে ঝড়-বন্যা-ভূমিধসে ৭০ জনের মৃত্যু

ঠিকানা অনলাইন : ঝড়ের কারণে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ ফিলিপাইনে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও বহুসংখ্যক। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ঝড় ‘নালগায়ের’ আঘাতে মাগিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কোটাবাতো শহরের আশেপাশে ব্যাপক বন্যা হয়েছে।

মাগিন্দানাও প্রদেশটি ফিলিপাইনের যে প্রশাসনিক অঞ্চলের অধীন, সেই ব্যাংসামোরো স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের স্থানীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী নাগিব সিনারিমবো বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের পর পুরু কাদা থেকে উদ্ধারকারীরা অনেক মৃতদেহ বের করছে। ঝড়ে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার।

দেশটির কোস্টগার্ড দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশে ফেরি পরিষেবা বন্ধ করেছে এবং অনেক মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। জানা যায়, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং সপ্তাহের শেষের দিকে ঝড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ঝড়ের কারণে স্কুল এবং বাস চলাচল বন্ধ রয়েছে।

ঠিকানা/এম