স্পোর্টস রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব কিছু করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, মেয়েদের পাশাপাশি ছেলেরাও আগামী দিনে ফুটবলে ভালো করবে। তিনি বলেন, ফুটবল খেলার আরও উন্নতি করতে প্রশিক্ষণসহ যা যা করণীয় সেটা আমরা করব। এটুকু আমি আপনাদের কথা দিতে পারি।
প্রধানমন্ত্রী গত ১২ অক্টোবর রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণে এ কথা বলেন।
ফিলিস্তিন টাইব্রেকারে ৪-৩ গোলে তাজিকিস্তানকে পরাজিত করে পঞ্চম বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জয় করে নেয়। নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটের খেলা গোলশূন্য ড্র ছিল।
মাঠে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে দলগত ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেন। তিনি ম্যাচের দ্বিতীয়ার্ধে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও রানার্সআপ তাজিকিস্তানদলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান খেলাধুলায় সবসময় আন্তরিক ছিলেন। পরিবারের অধিকাংশ সদস্যের ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এই গোল্ডকাপ টুর্নামেন্ট সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের নারী ফুটবল দলের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে বলেন, তারা এরই মধ্যে সাফ অনূর্ধ্ব-১৬ এবং ১৮ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি আমাদের ছেলেরাও পিছিয়ে থাকবে না। তারাও ভবিষ্যতে আরও ভালো করবে এবং এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী ক্রীড়াপ্রেমী দর্শকদের শুভেচ্ছা জানিয়ে এই বৃষ্টির মধ্যেও যে দর্শকরা এসেছেন, উপস্থিত হয়েছেন এবং যারা টেলিভিশনে দেখেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, খেলাধুলা এগিয়ে যাক সেটাই আমরা চাই।
পুরস্কার বিতরণী মঞ্চে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এমপি, সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, টুর্নামেন্টের কো-স্পন্সর হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।