ঠিকানা অনলাইন : ইস্টবেঙ্গলের লাল-হলুদ পতাকা দিয়ে মুড়ে দেয়া হয়েছে দেহ। শনিবার তরতাজা ৩৮ বছরের যুবক জয়শঙ্কর সাহা বিকালে মোহনবাগান- ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ দেখতে রওনা হয়েছিলেন তাঁর বাগুইহাটির দেশবন্ধু নগরের বাড়ি থেকে। রবিবার সকালে তিনি ফিরলেন নিথর মরদেহ হয়ে। ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর দলকে কোণঠাসা হতে দেখেই বুকে চাপ অনুভব করতে থাকেন। প্রথমার্ধের শেষ দিকেই হৃদরোগের আক্রমণটি হয়। তাই নিয়েও খেলা দেখছিলেন। এরপর পড়ে যান তিনি। মুখ দিয়ে রক্ত বের হতে আরম্ভ করে।
গ্যালারির দর্শক আর পুলিশের সহায়তায় তাঁকে সল্ট লেক আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নটা সাত মিনিটে জয়শংকরের জীবনাবসান ঘটে। তাঁর দেহ ময়না তদন্তের পরে আজ রোববার আসে তাঁর বাড়িতে।
কান্নায় ভেঙে পড়েন জয়শঙ্কর এর স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তান। ইস্টবেঙ্গলের প্রধান কর্তা দেবব্রত সরকার গভীর শোক প্রকাশ করে বলেছেন, ক্লাব এই সমর্থকের পরিবারের পাশে থাকবে। শোক প্রকাশ করেন ইস্টবেঙ্গলের কোচ স্টিভন কনস্টেনটেইন ও মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। চিকিৎসকরা জানিয়েছেন, মায়াকর্ডিয়াল ইনফ্রাকশনে মৃত্যু হয়েছে জয়শঙ্কর বাবুর।
ঠিকানা/এসআর