‘ফুলপরী’দের শূন্য করে লীলায় মিশে যা!!

মামুন জামিল :

নারী, তুই সভ্য হয়ে যা!
বাক প্রকাশের বস্ত্র পরে
‘ক্যাটওয়াক’র ‘পাথ’টা ধরে
ভণ্ড পুরুষলোকের চোখে
সিক্ত হয়ে যা!

নারী, তুই স্বাধীন হয়ে যা!
পুরুষ গড়া রঙ্গশালায়
স্বাধীন দেহের ছলাকলায়

‘লজ্জাভূষণ’ ছুড়ে ফেলে
উদার হয়ে যা!

নারী, তুই বিলীন হয়ে যা!
কামুক পুরুষ সম্পাদনায়
দেহ খেলার উন্মাদনায়
‘গর্ভবাড়ি’র স্বাধীনতায়
বিকার হয়ে যা!

নারী, তুই ছিন্ন হয়ে যা!
মা-জননীর আসন থেকে
বোনের আদর-সোহাগ থেকে
ভাইয়ের স্বামীর হৃদয় থেকে
মুক্ত হয়ে যা!

নারী, তুই ‘রুদ্র’ হয়ে যা!
‘ফুলপরী’দের শূন্য করে
মুক্ত ধ্যানে পুণ্য করে
বিদ্যাপীঠে অসুর দলে
লীলায় মিশে যা!