ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদন গ্রহণ করা হচ্ছে

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ থেকে অনেকেই লেখাপড়া করার জন্য যুক্তরাষ্ট্রে আসছেন। তারা ব্যক্তিগতভাবে আবেদন করে নিজ খরচে এখানে আসার প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকে যুক্তরাষ্ট্রে বিনা মূল্যে অর্থাৎ স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পান। তাদের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের সুযোগ দেওয়া হয়। এ জন্য আবেদন করতে হয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
ঢাকার মার্কিন দূতাবাস ২০২৩-২৪ ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করেছে। স্কুল, আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট পর্যায়ের বিভিন্ন মেয়াদের প্রোগ্রাম ছাড়াও লেকচারার, পিএইচডি ক্যাটাগরিতে ফুলব্রাইট প্রোগ্রামে এখন আবেদন গ্রহণ করা হচ্ছে। এই প্রোগ্রামের সম্পূর্ণ অর্থায়ন করে থাকে মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট ফ্ল্যাগশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম। এটি বাংলাদেশি স্কলারদের একটি একাডেমিক সেমিস্টার থেকে একটি পূর্ণ একাডেমিক বছর পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠানে পোস্ট-ডক্টরাল গবেষণা পরিচালনা করতে অথবা শিক্ষাদানের জন্য অনুদান প্রদান করে। অভিজ্ঞ বাংলাদেশি পেশাদার, বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ও থিঙ্কট্যাঙ্ক এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার গবেষকদের মধ্যে যারা ১০ বছর বা তার বেশি সময় সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ, তাদেরকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দূতাবাস বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পাঠ্যক্রম উন্নয়ন, দূরশিক্ষণ, শিক্ষা প্রযুক্তি, জনস্বাস্থ্য, বায়োলজিক্যাল সায়েন্স, ফার্মেসি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির ওপর বিশেষ প্রস্তাবনা আহ্বান করেছে। এ ছাড়া এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ক্ষেত্রে প্রস্তাবনা জমা দেওয়া যাবে। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাগতভাবে কাজ করার জন্য প্রার্থীদের অবশ্যই চমৎকার ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।
রিচার্স গ্র্যান্ট, লেকচারিং গ্র্যান্ট ছাড়াও এই প্রোগ্রামে বিভিন্ন গ্র্যান্ট রয়েছে। আগ্রহীরা তাদের যোগ্যতা ও অন্যান্য সবকিছু বিবেচনা করে আবেদন করতে পারেন। রিচার্স গ্র্যান্টে ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম প্রাথমিকভাবে ছয় থেকে নয় মাসের গবেষণা বা অনুদান প্রদান করে। লেকচারিং গ্র্যান্টের ক্ষেত্রে এই প্রোগ্রাম আমেরিকান বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানে আগ্রহী বাংলাদেশি স্কলার ও শিক্ষাবিদদের এক থেকে দুই সেমিস্টারের লেকচার দেওয়ার জন্য অনুদান প্রদান করে। লেকচার অনুদান পেতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফুলব্রাইট অনুদানে বিবেচনার জন্য কোনো হোস্ট প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ থাকতে হবে। দ্য ইনরিচমেন্ট প্রোগ্রাম ফুলব্রাইট ভিজিটিং স্কলারস বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অফার করে, যা তাদের এক্সচেঞ্জ প্রোগ্রামকে উন্নত করে। স্কলারদের বিনিময় প্রোগ্রামের জটিলতা দূর করতে, ফুলব্রাইট স্কলারদের নেটওয়ার্ক অ্যাক্সেস করতে, তাদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং বিশ্বব্যাপী গুরুত্বের বিষয়গুলো বিবেচনা করতে সহায়তা করে। এসব অ্যাক্টিভিটি আমেরিকায় স্কলারদের আরও ভালো অভিজ্ঞতা অর্জন করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করে।
এসব প্রোগ্রামে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ১৭ ডিসেম্বর শনিবার ওয়াশিংটন ডিসি সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দিতে হবে। অনলাইন আবেদন জমা দেওয়ার জন্য https://apply.iie.org/fvsp2023 দেখতে হবে। বিস্তারিত জানতে https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/70/fvsp_2023_instructions. সাইটে ক্লিক করা যেতে পারে।