ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিউইয়র্কে ছুফির সমর্থনে সভা

নিউইয়র্ক : আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে স্বতন্ত্র প্রার্থী ফেঞ্চুগঞ্জের প্রিয়মুখ, তরুন সমাজকর্মী ও সংগঠক সাবেক ছাত্রনেতা ওহিদুজ্জামান সুফি চৌধুরীর সমর্থনে গত ১০ মার্চ নিউইয়র্কের ব্রঙ্কসে সর্বস্তরের প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্টিত এই সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কের বিশিষ্ট সমাজকর্মী আরবাব চৌধুরী। সাবেক ছাত্রনেতা লূৎফুর হোসেন আজাদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মূলধারার বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার, শেখ হেলাল, তাজুল ইসলাম ও সাজিদ আলী ।বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রস্থ ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক শামীম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের বিশিষ্ট সমাজকর্মী জুহেল আহমদ, ইস্কন্দ আলী মিন্টু, মোশার্রফ কলিন চৌধুরী, মুর্শেদ চৌধুরী, সানু মিয়া, আব্দুল আওয়াল চৌধুরী জুবের, শাহ মামুন আহমদ, মাহফুজ চৌধুরী নাফিস, আব্দুল কাইয়ুম,খালেদ চৌধুরী, সাহিদুল হোসেন তানিম, রাফাত চৌধুরী রাহি মাহবুবুর রহমান বাবু, মুরাদ রহমান প্রমুখ ও সভায় ভার্জিনিয়া থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ছুফি চৌধুরীর চাচা, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের উপদেষ্টা ও ফেঞ্চুগন্জ কল্যান সমিতির প্রাক্তন সভাপতি জনাব ফয়জুল ইসলাম চৌধুরী। তিনি তার ভাতিজাকে সমর্থন করায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আগামী ১৮ মার্চের নির্বাচনে দোয়াতকলম মার্কায় ভোট দিয়ে ছুফিকে উপজেলাবাসীর খেদমত করার সুযোগ দেওয়ার জন্য ফেঞ্চুগঞ্জের ভোটারদের প্রতি আবেদন জানান।

সভায় বন্যাসহ ফেঞ্চুগঞ্জের বিভিন্ন দূর্যোগে ছুফি চৌধুরীর সামাজিক কর্মকাÐের ভূয়াসী প্রশংসা করে তাকেই চেয়ারম্যন পদে সর্বাদিক যোগ্য প্রার্থী হিসাবে বক্তাগণ উল্লেখ করেন। সভায় বক্তাগণ ছুফিকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নিউইয়র্ক ও নিউজার্সি বিভিন্ন সিটি থেকে অসংখ্য ফেঞ্চুগঞ্জবাসী উক্ত সভায় যোগদান করেন এবং ছুফি চৌধুরীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।