ফেডারেলের বিরুদ্ধে ইমিগ্রেশন মামলায় সিটির যোগদান

ঠিকানা রিপোর্ট : ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা আমেরিকার প্রশাসন থেকে শুরু করে সামাজিক ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের ছন্দপতন ঘটিয়েছে। ভবিষ্যৎ হামলা প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারের খাতিরে প্রতিষ্ঠা করা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং হাতে নেয়া হয়েছে অ্যান্টি-টেররিজমসহ বিভিন্ন কর্মসূচি। তদুপরি বাহ্যিক এবং অভ্যন্তরীণ সম্ভাব্য সন্ত্রাসী হামলার সর্বাধিক আশঙ্কাযুক্ত স্টেট ও সিটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল নিউইয়র্ক স্টেট ও সিটিসহ কয়েকটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকাকে।
আর ভবিষ্যতে সম্ভাব্য সকল ধরনের হামলা সাফল্যের সাথে হামলা মোকাবেলা করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সকল আশঙ্কাযুক্ত স্টেট এবং সিটির জন্য ফেডারেল সরকারের পক্ষ থেকে পাবলিক সেফটি গ্র্যান্ট (সর্বসাধারণের নিরাপত্তা নামক বিশেষ মঞ্জুরি) শীর্ষক বিশেষ বরাদ্দ দেয়া হয়েছিল। অথচ অভিবাসন আইন সংস্কারের নামে ট্রাম্প প্রশাসন প্রচলিত আইন-কানুনের সাথে সংযোজিত করেছে একের পর এক নিত্য নতুন শর্ত। আর এরই ধারাবাহিকতায় ফেডারেল সরকার ২০১৭ সালের জুলাইতে প্রণিত একটি বিশেষ আইনের আওতায় পাবলিক সেইফটি মঞ্জুরিপ্রাপ্ত স্টেট এবং সিটিগুলোর ওপর কিছু বাড়তি শর্ত চাপিয়ে দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া ওই আইনের অধীনে ফেডারেল পাবলিক সেইফটি গ্র্যান্ট পেতে হলে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশ ও অবস্থানকারী অভিবাসীরা কখন পুলিশ ডিটেনশন থেকে ছাড়া পাবে মঞ্জুরিপ্রাপ্ত স্টেট এবং সিটি তা এখন থেকে ফেডারেল এজেন্টগণকে জানাতে বাধ্য থাকবে।
আরোপিত শর্তাবলীকে তথাকথিত স্যাংটিউরি কমিউনিটিজের (কমিউনিটির আশ্রয়স্থলের) ক্ষতিকারক হিসেবে উল্লেখ করে ইলিনয়, পেনসিলভেনিয়া এবং ক্যালিফোর্নিয়া ফেডারেল কোর্টে মামলা রুজু করা হয়েছিল শর্তাবলী বাতিলের জন্য। এ সকল স্টেটের সাথে একাত্মতা ঘোষণা করে ৬টি স্টেট এবং নিউইয়র্ক সিটিও নতুন শর্তাবলী বাতিলের জন্য ম্যানহাটন ফেডারেল কোর্টে মামলা করেছে।
আইনটি অসাংবিধানিক এবং নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক সিটি, কানেকটিকাট, নিউজার্সি, ওয়াশিংটন, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়াকে পাবলিক সেফটি গ্র্যান্ট থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আইনটি প্রণয়ন করা হয়েছে বলে ম্যানহাটন ফেডারেল কোর্টে রুজুকৃত মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে। আর্জিতে আরও উল্লেখ করা হয় যে ফেডারেল ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বা কার্যকরে সরকার বলপ্রয়োগে স্যাংটিউরি কমিউনিটিগুলোকে নিয়োজিত করতে চাচ্ছে।
মামলার বাদী ৬টি স্টেটের পক্ষ থেকে বলা হয় যে নতুন শর্তারোপের ফলে স্টেটগুলো প্রায় ২৫ মিলিয়ন ডলার ফেডারেল বরাদ্দ হারাবে। কর্মকর্তাগণ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখিত স্টেটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে পাবলিক সেফটি মঞ্জুরি পেতে হলে তাদেরকে ফেডারেল গভর্নমেন্টের ইমিগ্রেশন নীতিমালায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। কর্তৃপক্ষ জানায় যে, নিউইয়র্ক সিটিও পাবলিক সেফটি গ্র্যান্ট বাবত মিলিয়ন ডলার পেয়ে থাকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো বলেন, আমাদের বার্তা সুস্পষ্ট ট্রাম্প প্রশাসনের কর্মকা- অবৈধ এবং নৈতিকভাবে সম্পূর্ণ কা-জ্ঞানহীন।
জাস্টিস ডিপার্টমেন্টের মুখপাত্র ডেভিন ওমেলি নতুনভাবে রুজুকৃত লস্যুটকে উল্লেখিত স্টেটগুলোর আইনমান্যকারী নাগরিকদের জন্য অহিতসাধন হিসেবে অভিহিত করেছেন। যাহোক, রুজুকৃত মামলার আর্জিতে গত বছর ঘোষিত পরিবর্তিত নীতিমালাকে অন্যায় এবং অসাংবিধানিক ঘোষণার জন্য বিজ্ঞ বিচারকের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।