ঠিকানা ডেস্ক: ট্রাম্প প্রশাসনের আরও একটি উইকেটের পতন হয়েছে। এবার সাজঘরে ফিরলেন ফেডারেল ইমার্জেন্সী ম্যানেজমেন্ট প্রধান ব্রক লঙ।
২ বছর ধরে অসামান্য দক্ষতার সাথে দায়িত্ব পালনের পর লঙ পদত্যাগ করতে যাচ্ছেন বলে ১৭ ফেব্রুয়ারি শুনা গেছে। ৪৩ বছর বয়স্ক লঙ বলেন, এখন আমার পারিবারিক মন্ডলে ফেরার পালা। আমার রয়েছে পরমা সুন্দরী স্ত্রী এবং অত্যন্ত চমকপ্রদ ২ সন্তান। আমি তাদের স্নেহসান্নিধ্যে ফিরে যেতে প্রস্তুত। লঙ বলেন, ইমার্জেন্সী ম্যানেজমেন্টে রয়েছে একদল চৌকস ও দক্ষ জনবল।
আমার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য আমি এ সকল করিৎকর্মা লোকদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ।
লঙ আরও জানান যে ডেপুটী পিটার গেইনর ফেডারেল ম্যানেজমেন্ট এজেন্সীর অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লঙকে নিয়োগ দিয়েছিলেন এবং ২০১৭ সালে সিনেট তার মনোনয়ন চূড়ান্ত করেছিল। সহকারি কারযোগে ওয়াশিংটন থেকে নর্থ ক্যারোলিনার হিকোরীস্থ নিজ বাড়িতে ৬ বার যাতায়াতের অভিযোগে গত বছর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারী ক্রিস্টজেন নীলসন সেপ্টেম্বরে দেখতে পেয়েছিলেন যে লঙ সঠিক অথারাইজেশন ছাড়াই লঙ সরকারি যানবাহন ব্যবহার করেছেন। তবে নীলসন বলেছিলেন যে লঙের স্বপদে বহাল থাকা উচিত। নেলসন বলেছিলেন, প্রশাসন ভুল করার বিষয়টি স্বীকার করেছে এবং ব্যক্তিগতভাবে লঙ দায়িত্ব স্বীকার করেছেন। লঙ সরকারকে অর্থ ফেরত দিতেও রাজি হয়েছিলেন। ২০১৭ সালে পোর্টো রিকো লন্ডভন্ডকারী হারিকেন মারিয়ার সময় সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য লঙকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল।
পদত্যাগ পত্রে লঙ উল্লেখ করেন, আমার কার্যকালে ঘোষিত ২২০টি ধ্বংসযজ্ঞ ছাড়াও অনেক জটিল পরিস্থিতি সংস্থা মোকাবেলা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইসপ্রেসিডেন্ট মাইক পেন্স এবং সেক্রেটারী নীলসেন আমাকে, ফেডারেল ইমার্জেন্সী ম্যানেজমেন্ট এবং আমাদের মিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। প্রেসিডেন্ট এবং তার পুরো প্রশাসন সংস্থাকে নজিরবিহীন সমর্থন জ্ঞাপন করেছেন। ঐতিহাসিক হারিকেন ২০১৭ এবং স্মরণকালের ভয়াবহ বুনো আগুনের মৌসুমে আমরা জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছিল।