ঠিকানা অনলাইন : রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী বৃহস্পতিবার ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেপ্টেম্বরেই উজবেকিস্তানের সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন পুতিন-এরদোগান। এক মাসের মধ্যে ফের এ দুইজন বৈঠক করতে যাচ্ছেন। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, বৈঠকটি হবে কাজাখস্তানের রাজধানী আস্তানায়।
পেসকোভ ১০ অক্টোবর (সোমবার) সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব নিরসনে তুরস্ক প্রস্তাব দিয়েছে রাশিয়া এবং পশ্চিমা প্রতিনিধিদের মধ্যে ইউক্রেনে যেন একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। আজ ১১ অক্টোবর (মঙ্গলবার) পেসকোভ জানিয়েছেন, পুতিন-এরদোগানের বৈঠকে তুরস্কের এ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। কাজাখস্তানের ইন্টারঅ্যাকশন এন্ড কনফিডেন্স-বিল্ডিং মেজার ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হবে। এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে প্রথম থেকেই মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করার চেষ্টা করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তার চেষ্টাতেই তুরস্কে আলোচনায় বসেছিলেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা। তাছাড়া এরদোগানের প্রচেষ্টায় শস্য চুক্তিও হয়েছিল। সূত্র : দ্য গার্ডিয়ান
ঠিকানা/এম