ঠিকানা অনলাইন : বেশ কিছুদিন থেকে আলোচনায় বলিউড নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কয়েকদিন আগেই কাতার বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছেন তিনি। শুধু নাচই নয়, বিশ্বকাপের এবারের থিম সংয়ে কণ্ঠ মিলিয়েছেন নোরা। তবে কাতার বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেই ইডির ডাক পেলেন নোরা ফাতেহি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় অন্যতম অভিযুক্ত নোরাকে শুক্রবার তলব করে দেশটির ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টের (ইডি)।
যদিও কিছুদিন আগেই এই মামলার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। এর আগেও একই মামলায় নোরাকেও জেরা করেছিল সংস্থাটি। ইডি’র তথ্যমতে, মামলায় দায়েরকৃত তথ্যমতে নোরা ও জ্যাকুলিন দু’জনেই সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বিভিন্ন সময়ে বিলাসবহুল গাড়ি এবং দামি জিনিসপত্র নিয়েছেন। যার কারণে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে পুনরায় জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ইডি’র কার্যালয়ে ডাকা হয়েছিল। ইডি’র পূর্বে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার মুখপাত্র তদন্তসাপেক্ষে বলেন, নোরা মামলার শিকার হয়েছেন। তিনি শুধুমাত্র একজন সাক্ষী হয়ে তদন্তে কর্মকর্তাদের সহযোগিতা করছেন। তিনি কোনো মানি লন্ডারিং কার্যকলাপে অংশ নেননি।
ঠিকানা/এম