ফের প্রত্যাখ্যাত থেরেসার বেক্সিট পরিকল্পনা

ঠিকানা ডেস্ক : দ্বিতীয় দফাতেও প্রত্যাখ্যাত হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র বেক্সিট পরিকল্পনা। গত ১২ মার্চ, মঙ্গলবার, ব্রিটিশ পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ৩৯১-২৮২ ভোটে আইন প্রণেতারা তার পরিকল্পনা প্রত্যাখান করেন। এ নিয়ে আবারো হোঁচট খেলো ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনা। সর্বশেষ গত ১৬ জানুয়ারি পার্লামেন্টের ভোটাভুটিতে বাতিল হয়ে যায় থেরেসা মে’র বেক্সিট পরিকল্পনা।

দ্বিতীয় দফায় পরিকল্পনা বাতিল হওয়ার পর থেরেসা মে বলেছেন, আগামী ২৯ মার্চ কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাবে কি না- তা নিয়ে ভোট দেবেন আইন প্রণেতারা, আর তা ব্যর্থ হলে বেক্সিট বিলম্বিত হবে কিনা, তা নিয়ে ভোট দেবেন। আগামী বুধ ও বৃহস্পতিবার এসব প্রশ্নে ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।