ঠিকানা অনলাইন : বিশ্বকাপ ভাগ্যসম্পন্ন দিদিয়ের দেশমই নতুন মেয়াদে ফ্রান্সের কোচের দায়িত্ব পেলেন। টানা দু’বার বিশ্বকাপের ফাইনাল অতঃপর যার একটিতে রয়েছে শিরোপার জয়। সেই কোচ দেশমের ওপরই ভরসা রাখছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। স্থানীয় সময় ৮ জানুয়ারি (রোববার) এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। খবর-এএফপির
জানা যায়, চাকরির সিদ্ধান্তটা ১৯৯৮ বিশ্বকাপ জয়ী কোচের হাতেই ছেড়ে দিয়েছিল ফেডারেশন। তিনি সম্মত হওয়ায় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বকাপের জন্যই দেশমের জন্ম। খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। কোচ হয়ে দু’বার দলকে বিশ্বকাপে তুলেছেন। কোচ দিদিয়ের দেশম মানেই ম্যাজিক।
রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাও হয়তো জানতে পেরেছিলেন এই দেশমকে ছাড়বে না ফ্রান্স ফুটবল ফেডারেশন। সেজন্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ঐতিহ্য অনুযায়ী ফ্রান্স দেশি কাউকে কোচ করতে পছন্দ করে। ১৯৬৪ সালে স্বদেশি হেনরিকে দিয়ে যার শুরু। তবে দু’জন বিদেশিও দায়িত্ব পালন করেছেন। একজন স্পেনের হোসে আরিবাস, অন্যজন রোমানিয়ার স্টেফেন কোভাক।
ঠিকানা/এম