ঠিকানা অনলাইন : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ফের অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১০ অক্টোবর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
সূত্র জানিয়েছে, হেফাজতের আমির পিত্তথলিতে পাথর হওয়াজনিত রোগে ভুগছেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
প্রসঙ্গত, জুনাইদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পান চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার মুহতামিম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
ঠিকানা/এনআই