
ঠিকানা অনলাইন : ফের হুঁশিয়ারি বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি শুক্রবার (১৪ আগস্ট) বলেছেন, ন্যাটোর বাহিনীর সঙ্গে রুশ সেনাবাহিনীর সরাসরি সংঘাত বৈশ্বিক বিপর্যয়ের দিকে ধাবিত করবে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে (ন্যাটো) সৈন্যদের সরাসরি সংঘর্ষ একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ যাতে বিশ্বব্যাপী বিপর্যয় হতে পারে।
এর আগে ইউক্রেনের চার অঞ্চল নিজেদের অংশে নেওয়ার ঘোষণা দেয়ার পর রুশ প্রেসিডেন্ট সতর্ক করেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার্থে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।
এদিকে জি-৭ দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।
সম্প্রতি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে গত সোমবার থেকে ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে এসব হামলার কথা নিশ্চিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা।
ইউক্রেনে রাশিয়ার এসব হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার প্রতিজ্ঞা করেছেন। এছাড়া ন্যাটোর মিত্র দেশগুলোও ইউক্রেনকে একই অস্ত্র দেবে বলে জানিয়েছে।
ঠিকানা/এসআর