ঠিকানা অনলাইন : বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ ৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১টায় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি।
সেই স্ট্যাটাসে ডা. মুরাদ হাসান লিখেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
রাষ্ট্রধর্ম ও ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া নিয়ে বক্তব্য দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন ডা. মুরাদ হাসান। এর পর বিভিন্ন বিষয়ে একের পর এক বির্তকের সৃষ্টি করেন তিনি।
সর্বশেষ চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হলে তা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নানা বিতর্কিত কর্মকাণ্ডের পর তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগের জন্য তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথাও উল্লেখ করেছেন চিঠিতে।
ঠিকানা/এসআর