ফোবানার চেয়ারপারসন জাকারিয়া, সচিব মাসুদ ও কোষাধ্যক্ষ নাহিদ

ঠিকানা অনলাইন : শতভাগ ভোটারের অংশগ্রহণে সম্পন্ন হলো ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকার (ফোবানা) নির্বাচন। ২৯ নভেম্বর রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারপারসন হয়েছেন জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)। কমিটির নির্বাহী সচিব হয়েছেন মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া) এবং কোষাধ্যক্ষ হয়েছেন জর্জিয়ার নাহিদ উদ্দিন খান (জর্জিয়া)।

প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম জানিয়েছেন, ৬১ ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা ফোবানার ৩৩ বছরের ইতিহাসে এটি বিরল ঘটনা। এর মাধ্যমে ফোবানা আবার প্রাণ ফিরে পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাত্র ৩ ভোটের ব্যবধানে অর্থাৎ ৩২ ভোট পেয়ে চেয়ারপারসন হিসেবে জয়ী হয়েছেন জাকারিয়া চৌধুরী। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলমগীর পেয়েছেন ২৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ড. আহসান চৌধুরী পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী এম রহমান জহীর ২১ এবং দিলু মাওলা পেয়েছেন ১৮ ভোট।

নির্বাহী সচিব হিসেবে জয়ী মাসুদ রব চৌধুরী পেয়েছেন সর্বোচ্চ ৩৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ড. রফিক খান পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম নির্বাহী সচিব আরিফ আহমেদ পেয়েছেন ২৫ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী খালেদ রব ২১ এবং আবির আলমগীর পেয়েছেন ১৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী নাহিদ খান পেয়েছেন ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কিরণ কবীর পেয়েছেন ২৬ ভোট।

নির্বাচনে আউটস্ট্যান্ডিং মেম্বার হিসেবে জয়ী হয়েছেন ডিউক খান, আতিকুর রহমান, হাসমত মোবিন, নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, সাদেক খান, আরেফিন বাবুল ও রেহান রেজা। পদাধিকারবলে মেম্বার হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।

করোনাভাইরাসের কারণে এবারের ফোবানা কনভেনশন ভার্চুয়ালে অনুষ্ঠিত হয়। ফোবানার দীর্ঘ ২০ বছরের বিভক্তির অবসানে গত ২১ নভেম্বর দুই গ্রুপের ভার্চুয়াল মিটিং হয়েছে। সে সময় সবাই সংকল্প ব্যক্ত করেন, অতীতের বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধভাবে সবকিছু করবেন।

জয়ের পর এক বিবৃতিতে জাকারিয়া চৌধুরী বলেন, ‘দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা পেলে ফোবানা প্রতিষ্ঠার সংকল্প অপূর্ণ থাকবে না। আমেরিকান স্বপ্ন পূরণেও ঐক্যের বিকল্প নেই। ফোবানার বিভাজন মেটানোর যে প্রয়াস শুরু হয়েছে, তাও অপূর্ণ থাকবে না বলে আশা করছি।’

আমেরিকা ও কানাডায় বসবাসরত প্রায় ১৫ লাখ প্রবাসীর বাঙালি সংস্কৃতি লালন এবং নতুন প্রজন্মে তা বিকাশের অভিপ্রায়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় ফোবানা।

ঠিকানা/এনআই