ফোবানা সম্মেলন নিয়ে লস এঞ্জেলেসে মতবিনিময়

লস এঞ্জেলেস থেকে তপন দেবনাথ: ২০১৯ সনে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন অব নর্থ আমেরিকা) নিয়ে লস এঞ্জেলেসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত ৭ অক্টোবর বিকালে লস এঞ্জেলেসের কাইজার হাসপাতালের চার্চ অব সাইন্টোলজি লেবানন হলে অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নার্গিস আহমেদ সম্মেলনের আহবায়কের দায়িত্ব পালন করবেন। লস এঞ্জেলেসের মাসুদ রব চৌধুরী মত বিনিময় সভার আহবান করেন। ২০১৯ সালের ফোবানা সমে¥লন কীভাবে সাফল্য মন্ডিত করা যায় তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময়ের জন্য গণসংযোগ সফরের অংশ হিসাবে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ফোবানা কমিটির চেয়ারম্যান এবং এওয়ার্ড কমিটির সদস্য মাহবুব রহিম রেজা, ফোবানা ২০১৯ এর দপ্তর সম্পাদক সাংবাদিক আবির আলমগীর, বর্তমান সভাপতি মীর চেীধুরী, লস এঞ্জেলেস বৈশাখী মেলার কর্নধার আবুল ইব্রাহীম, তিনবার ফোবানা সম্মেলনের আহবায়ক ডক্টর জয়নুল আবেদীন, বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস (বালা) বর্তমান সভাপতি ডাক্তার মোহাম্মদ সিরাজুল্লাহ, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা, সহসভাপতি সৈয়দ এম হোসেন বাবু, সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, সাংবাদিক নিয়াজ মোহাইমেন, সিদ্দিকুর রহমান, রাজনীতিক তৌফিক ছোলেমান খান তুহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছায়েদুল হক ছেন্টু, বাফলা সভাপতি নজরুল আলম, বাফলার সাবেক সভাপতি খন্দকার আলম, বাফলার সাবেক সভাপতি ও উত্তরণ শিল্প গোষ্ঠীর কর্ণধার ডাক্তার আবুল হাসেম, বাফলার সাবেক সভাপতি ড্যানী তৈয়ব, শিল্পী মামুন রিয়াজী প্রমুখ মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন।
২০১৯ ফোবানা কমিটির আহবায়ক নার্গিস আহমেদ বলেন, ফেবানা বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়, প্রবাসী বাঙালিদের জীবন মানের উন্নয়নে, শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। সাধারণ সম্পাদক আবীর আলমগীর বলেন, আসুন অতীতের সকল সাফল্য ব্যর্থতা অতিক্রম করে আমরা সবাই প্রিয় মাতৃভূমির জন্য কাজ করি। অনুষ্ঠান উপস্থাপনা করেন লস এঞ্জেলেসের জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমি। লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আসন্ন ২০১৯ সালের ফোবানাকে সাফল্য মন্ডিত করার জন্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।