ঠিকানা অনলাইন : ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক কিশোর (১৬) ছাত্রের ছুরিকাঘাতে এক শিক্ষিকার (৫২) মৃত্যু হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে।
বেয়োন শহরের প্রসিকিউটর জেরোম বোরিয়ার জানিয়েছেন, স্প্যানিশ ভাষার ওই শিক্ষিকা সমুদ্রতীরবর্তী শহর সেন্ট-জিন-ডি-লুজের স্কুলে ক্লাস নিচ্ছিলেন। তখন এক ছাত্র ছুরি দিয়ে তাকে আক্রমণ করে। ওই শিক্ষিকাকে ঘটনাস্থলে জরুরি সহায়তা দেওয়া হলেও তিনি মারা যান। অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
স্থানীয় দৈনিক সুদ ওয়েস্ট জানিয়েছে, ছেলেটি ছুরি নিয়ে ক্লাসে ঢুকে শিক্ষিকাকে আক্রমণ করে। ফ্রান্সের শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়ায়ে বলেছেন, তিনি শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ‘অত্যন্ত বিচলিত’।
দেশটিতে স্কুলে এ ধরনের হামলা সাধারণত বিরল। কিন্তু শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ৪০ বছরে দেশটির স্কুলগুলোতে এক ডজনেরও কম মারাত্মক হামলার ঘটনা ঘটেছে।
ঠিকানা/এনআই