ঠিকানা অনলাইন : সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে গত ২৫ নভেম্বর একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হয়েছে। এতে এক পাইলটসহ এক রাশিয়ান ব্যবসায়ী নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
আঞ্চলিক এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন হেলিকপ্টারের পাইলট বলে জানা গেছে। অন্যজন ছিলেন মাল্টি পাসপোর্টধারী একজন রাশিয়ান ব্যবসায়ী।
হেলিকপ্টারটি অত্যন্ত অত্যাধুনিক ছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি পরিচালনা করত বেসরকারি কোম্পানি মোনাকেয়ার।
মোনাকেয়ারের বরাত দিয়ে এএফপি জানায়, লুসান থেকে মোনাকো যাওয়ার ফ্লাইটে আরও একজন যাত্রী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তার যাত্রা। এভিয়েশন পুলিশের সঙ্গে ৫০ জনেরও বেশি উদ্ধারকর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ।
ঠিকানা/এম