ঠিকানা রিপোর্ট : ফ্লোরিডায় গ ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো দু’দিনব্যাপী ‘২৭তম এশিয়ান এক্সপো’। এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক বাড়াতে গত ৪ মার্চ বিকেলে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্টেট সিনেটর শেখ রহমান, নিউইয়র্কের সমাজকর্মী মোহাম্মদ ফজলুল হক ও সায়েরা হককে ২৭তম এশিয়ান এক্সপোর সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বহুজাতিক এ আমেরিকান সমাজে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য উপস্থাপনের প্রয়াসে নিয়োজিতদের ধন্যবাদ জানাচ্ছি এবং এর ধারাবাহিকতায় প্রবাস প্রজন্মেও তা বিকশিত হবে এ প্রত্যাশা করছি। এশিয়ার দেশগুলোর মধ্যে ইতিহাস-ঐতিহ্যনির্ভর গীতি-আলেখ্য পরিবেশনের পাশাপাশি খাদ্য, পোশাকের প্রদর্শনীর আয়োজন করা হয় হয়। চিত্রা সুলতানার নির্দেশনা ও পরিচালনায় নতুন প্রজন্মের ১০০ শিল্পীর সমন্বয়ে পরিবেশন করা হয় নৃত্যালেখ্য। এতে অংশ নেন দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, কণিকা কাপুর, অভিনন্দন সরকার, অভিজিৎ শওকান্ত, অনীমা ডি কস্টা, খোদাবক্স, টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। উৎসবে উপস্থিত ছিলেন পামবিচ কাউন্টির মেয়র ও কমিশনার গ্রেগ কে ওয়েস, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিপ, মোহাম্মদ ফজলুল হক, জুনায়েদ আকতার, ফোবানার চেয়ারপারসন আতিকুর রহমান, দিনাজ খান, এক্সপোর উপদেষ্টা মুজিবউদ্দিন, মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, তামান্না আহমেদ, মায়শা আহমেদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ, আয়োজক কমিটির আহ্বায়ক নুরুদ্দিন শেখ, চেয়ারম্যান সঞ্জয় সাহা, আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রেসিডেন্ট এম রহমান জহীর ও উৎসব কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। আগামী বছর মার্চে ‘২৮তম এশিয়ান এক্সপো’ ওয়েস্ট পামবিচে অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয় উৎসব থেকে।