ফ্লোরিডায় বন্দুকধারীর হামলায় সঙ্গীতশিল্পী নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন মার্কিন র‌্যাপার শিল্পী এক্মএক্সএক্স টেন্টাসিওন। তার প্রকৃত নাম জাহসেহ অনফ্রয়।
সোমবার (১৮ জুন) মোটরসাইকেল ডিলারশিপ সেন্টার থেকে বের হওয়ার সময় তাকে গুলি করে এক বন্দুকধারী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০ বছর বয়সী এই র‌্যাপার পরপর দুটি হিট অ্যালবাম উপহার দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
জনপ্রিয়তা থাকলেও বেশ বিতর্কিতও ছিলেন অনফ্রয়। তার ভিডিওতে প্রায়ই সহিংসতার দৃশ্য থাকতো। সাউন্ডক্লাউডে নিজের গান আপলোড করেই সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তার মৃত্যুতে অনেক সঙ্গীতশিল্পী শোক জানাচ্ছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মোটরসাইকেল ডিলারশিপ সেন্টার থেকে বের হচ্ছিলেন তিনি। সেসময় দুজন বন্দুকধারী তার দিকে এগিয়ে আসে। একজন তাকে গুলি করার পর দুজনই পালিয়ে যায়।