ঠিকানা ডেস্ক : ফ্লোরিডায় ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। এরই মধ্যে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ৮ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেক ওক্কিচব্বিতে সৈকত থেকে ৪০০ মিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে প্লেনের পাঁচ আরোহীর সবাই নিহত হন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি দক্ষিণাঞ্চলীয় পাহোকিতে যাচ্ছিল। পাম বিচ কাউন্টি শেরিফ অফিস থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে।