ঠিকানা অনলাইন : বগুড়ার শেরপুরে শ্যামলী বাসের চাপে দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা ইতালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন শাহবন্দেগি ইউনিয়নের সেরুয়া গরডরবাড়ী এলাকার খেজু প্রামানিকের ছেলে ভটভটি চালক আল আমিন (৩২) ও শেরপুর পৌরসভার কর্মকার পাড়া এলাকার ভটভটি চালক গোপাল সরকার (২৮) এবং শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকার নাঈম (২৪)। গুরুতর আহত হয়েছেন নাজমুল (২৪) নামের একজন।
স্থানীয়রা জানান, বিকেলে আমিনপুর এলাকা থেকে ভটভটিতে ধান লোড করে শেরপুরে আসার পথে ঘোগা বটতলা ইতালিপাড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি চাপ দেয়। এতে অপর দিক থেকে আসা মনোহরী খাদ্যসামগ্রী ভর্তি আরেকটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ভটভটির চালক নিহত এবং ভটভটিতে থাকা দুজন গুরুতর আহত হন। আহত দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে নাঈমকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার জানান, শ্যামলী বাসটি আটক রয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঠিকানা/এনআই