বগুড়ার ঐতিহ্যবাহী বউ মেলা শুরু

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বগুড়ার ঐতিহ্যবাহী বউ মেলা শুরু হয়েছে । এই মেলার বিশেষত্ব হলো ক্রেতা-বিক্রেতা উভয়েই নারী। এখানে কোনো পুরুষ আসতে পারেন না।

বগুড়ার শেরপুরে প্রতিবছর বারুণী মেলা শেষে ‘বউ মেলা’ অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ নামক স্থানে করতোয়া নদীর পশ্চিম কোল ঘেঁষে এই মেলা বসে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা। প্রায় কয়েক যুগ ধরে এই অঞ্চলের নারীদের জন্য মেলাটির আয়োজন করা হয়ে থাকে। এ মেলায় বিভিন্ন বয়সী নারীরা ঘুরে ঘুরে তাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রসাধনীসহ নানা পণ্য কিনে থাকেন।

মেলায় বিভিন্ন ধরনের দোকানের পাশাপাশি চলে হুন্ডা ও নাগরদোলা খেলা। পুরুষ ক্রেতারা না থাকায় কোনো ধরনের অস্বস্তি ছাড়াই নারীরা দল বেঁধে দোকানে দোকানে ঘোরেন। জিনিসপত্র পছন্দ করেন। দরদাম করে কেনেন পছন্দের জিনিসটি।

মেলায় আগত রাহিমা বেগম জানান, মেলা থেকে বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিকস, হাতপাখা, কাঠের সামগ্রীসহ মিষ্টান্ন সামগ্রী কিনেছেন। ছেলেমেয়েকে হোন্ডা খেলা দেখিয়েছেন। চড়িয়েছেন নাগরদোলায়।

মেলা পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান বলেন, প্রতিবছর চৈত্রের বারুণী তিথির দ্বিতীয় দিনে এখানে বউ মেলার আয়োজন করা হয়। তবে এবার তিথি অনুযায়ী মেলা আয়োজন করা সম্ভব হয়নি। কারণ, তিথি অনুযায়ী দিনক্ষণ ছিল রোজার মধ্যে। রোজার পবিত্রতা রক্ষায় সে সময় মেলাটি আয়োজন করা হয়নি। তাই রোজার ঈদের পরপরই ঐতিহ্যবাহী মেলাটির আয়োজন করা হয়। এবারের মেলা জাঁকজমকভাবে হওয়ায় সময়সীমা আরও দু-এক দিন বাড়তে পারে বলে জানান তিনি।

ঠিকানা/এনআই