বঙ্গতীর্থ

সুধাংশু কুমার মণ্ডল :

কুড়ি থেকে ফুল ফোটা
শিশু থেকে বেড়ে ওঠা
সে এই মধুমতি তীরে
একবার হলেও এসো ঘুরে
জীবনের হাজার কাজের ভীড়ে
স্মৃতি ভরা টুঙ্গীপাড়া গ্রাম
সকল বাঙালির পূণ্য ধাম।

হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গ সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এখানে চির নিদ্রায় ঘুমান
জীবন করে গেলেন দান
স্বাধীন বাংলাদেশ রেখে যান
তোমার কীর্তি চির মহান
তুমি শিখিয়েছো স্বাধীনতার গান,
বৃটিশ থেকে পাক হানাদার
তোমার সংগ্রাম তাদের তাড়াবার
শিশু থেকেই সংগ্রামী বীর
হিমালয় উঁচু তব শীর
চার হাজার ছয় শত
বিরাশি দিন, কষ্ট কত
দেশের লাগি কারাগারের অন্তরালে,
জীবন যৌবন দিয়ে গেলে
তোমার পবিত্র রক্তের ঋণ
বাঙালি স্মরণ করবে চিরদিন।

বজ্রকণ্ঠ থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতা
সেদিনের খোকা মিয়াই জাতির পিতা
শোন বাংলাদেশবাসী
চল ঘুরে আসি
সোনার গ্রাম টুঙ্গীপাড়া
স্মৃতি দিয়ে গড়া
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তাঁকে দিতে চল শ্রদ্ধাঞ্জলি।