নিউইয়র্ক : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নিউইয়র্কের বাফেলোতে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাফেলো আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে এসব অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটাসহ বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
গত ১৫ অক্টোবর রাতে বাফেলোর একটি রেস্টুরেন্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সদস্যসচিব যুবলীগ নেতা জামাল হুসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক মঈজুর লস্কর জুয়েল, নিউইয়র্ক মহনগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসেন প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গত ১৬ অক্টোবর রাতে বাফেলোর আরেকটি রেস্টুরেন্টে স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা। অনুষ্ঠানে আগতদের বঙ্গবন্ধু কোটপিন প্রদান করা হয়। এসময় আব্দুর রহিম বাদশা বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানকে কোটপিন পরিয়ে দেন। পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়।
এদিকে, গত ১৭ অক্টোবর দুপুরে বাফেলোর আলমান্ডো রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্স তালহার সৌজন্যে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও পেশাজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে না। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
তিনি বলেন, আগামীতে বাফেলোতে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। বাফলোতে কর্মী সমাবেশ করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।