বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে বিটিআরসির রহস্যজনক ভূমিকা

ঠিকানা রিপোর্ট: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ নিউইয়র্কে এসে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ফ্লোরিড়া থেকে উৎপেক্ষণ করা হবে। এপ্রিলের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ চলে গেলেও এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের তারিখ। ইতিমধ্যে দুটো তারিখের কথা ঘোষণা করা হয়েছিলো। একটি ছিলো ২৪ এপ্রিল, অন্যটি ছিলো ২৮ এপ্রিল। ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ গত ১০ এপ্রিল দুপুরে ঠিকানাকে জানান, ২৪ এবং ২৮ এপ্রিলের তারিখটি পরিবর্তন করা হয়েছে। এখন শোনা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে এটি উৎক্ষেপন করা হবে। যদিও এখনো তারিখ চূড়ান্ত করা হয়নি। ঠিকানার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আসলে নিয়ন্ত্রণ করছে বিটিআরসি। আমাদের কোন কিছু চূড়ান্তভাবে জানানো হয়নি। তিনি আরো বলেন, যে সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের তারিখ ঘোষণা করা হয়েছিলো ঐ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদী আরব, অস্ট্রেলিয়ায়সহ বিভিন্ন দেশ সফরে থাকবেন। ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং ফ্লোরিড়া থেকে তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী যেহেতু ঢাকায় থাকছেন না, সেহেতু তারিখ চূড়ান্ত করা যাচ্ছে না।
এদিকে ঠিকানার পক্ষ থেকে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে বার বার কল করা হলেও তিনি ফোন পিকআপ করেননি। শামীম আহমেদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাই উৎক্ষেপনের সব কিছুই তিনি জানেন। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস মিনিস্টার নূরে এ এলাহি মিনাও সঠিকভাবে কোন কিছু জানেন না। কারণ তাকেও কিছু জানানো হয়নি। সাংবাদিকরা তার মাধ্যমেই আবেদন করেছিলেন, তিনি সাংবাদিকদেরও কিছু বলতে পারছেন না। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন নিয়ে কেন এই রহস্য- এমন প্রশ্ন অনেকের। অন্য একটি সূত্রে জানা গেছে, বিষয়টি যেহেতু স্পর্শকাতর সেহেতু উৎক্ষেপণের কয়েক দিন আগেই জানানো হবে। আরেক সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ ফ্লোরিডায় আসার জন্য আবেদন করেছেন তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া কাউকেই ভিসা দিতে চাচ্ছেন না। সব মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ কবে হবে তা নিশ্চিত নয়। তিন দশমিক সাত টন ওজনের স্যাটেলাইটটি ইতিমধ্যেই ফ্লোরিডায় আনা হয়েছে। আনার পর ক্রুটি দেখা দিয়েছিলো। তা ঠিকও করা হয়েছে