দেবব্রত সেনগুপ্ত
সূর্য ছড়ায় সোনার কণা,
সোনার ধানে ঢেউ লাগে
ইছামতীর দুই কোলে
একই দৃশ্য দুই ভাগে ॥
রাতের চাঁদ মুক্তা ছড়ায়,
জোছনা মাখে বাংলা মা
ইছামতীর দু’কোলজুড়ে
দুটি শিশু দেয় হামা ॥
ভোরে তাদের কান্না ছোটে,
খিদের জ্বালা পেটজুড়ে
ইছামতী মাঝখানে রয়
সুখ-দুঃখের এক সুরে ॥
মাতৃদুগ্ধ ধান হয়ে রয়,
করিম মাঝি জাল টানে
ইছামতীর এপার-ওপার
খিদের জ্বালা সবখানে ॥
নাচন লাগে সুখের দিনে,
কাঁদন লাগে বন্যাতে
ইছামতী স্রোতস্বিনী
দুই শিশু তার দুই হাতে ॥
দামাল শিশু খেলছে মাঠে,
বাংলা তাদের নিজের মা-
ইছামতী তাকিয়ে দেখে
দুটি ভাইয়ের বঞ্চনা ॥
এক মায়ের দুই সন্তান,
একই বুকের ভাষা-
ইছামতীর স্রোত পেরিয়ে
নিত্য যাওয়া-আসা ॥
ভাইয়ে ভাইয়ে বন্ধন ডোর,
একই রকম দুর্নিবার-
ইছামতী সাক্ষী থাকে
ভালোবাসার অঙ্গীকার ॥
এপার বাংলা ওপার বাংলা,
একই মায়ের এক সোহাগ-
ইছামতীর দু’পাড় ধরে,
ভাইয়ে ভাইয়ে হাড়ি ভাগ ॥