বদলে গেছে সিলেট

সিলেট : বদলে গেছে সিলেট। নগরীর প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি সর্বত্রই এখন পরিবর্তনের ছোঁয়া। পরিচ্ছন্ন ছিমছাম এ শহরের কোথাও চলছে সাজগোজ, কোথাও ভাঙচুর আবার মেরামতের মাধ্যমে শোভা বর্ধনের কাজ। যে রাস্তায় চলতে গিয়ে যানজটে মানুষ ছিল অতিষ্ঠ, পরিবর্তনের ফলে সে দৃশ্যও এখন অচেনা। বর্ষায় জলাবদ্ধতা যেখানে ছিল আতঙ্ক সে শহরের দর্শনে মানুষ এখন মুগ্ধ। কিছু দিন আগের চিরচেনা শহরটিও এখন অনেকটা অচেনা।

বিশিষ্ট নাগরিকরা বলছেন, বর্তমান মেয়রের সদিচ্ছার কারণেই বদলে গেছে নগরী। ভালো কাজে মানুষের স্বতস্ফূর্ত সমর্থন সম্ভব এটি আরিফ প্রমাণ করেছেন। অন্য দিকে মেয়র বলছেন, বিশ্বের উন্নত নগরীর মতো সিলেটকে তিলোত্তমা নগরী গড়ার স্বপ্ন নিয়েই তিনি কাজ করছেন। সব কাজ শেষ হলে সিলেট হবে বিশ্বের আধুনিক নগরীর একটি। সিলেট শহর ঘুরে দেখা যায়, সবই যেন একটা শৃঙ্খলায় আবদ্ধ। পুরো শহর পরিচ্ছন্ন, ছিমছাম। ফুটপাথে হকার নেই। শহরের প্রতিটি স্তরেই রয়েছে সংস্কারের ছোঁয়া। অনেক রাস্তার পরিধি বাড়ানো হয়েছে। কোনোটিতে কাজ চলছে।

কোথাও স্থাপনা ভেঙে চলছে সংস্কার। অনেক মোড়ে সৌন্দর্য বর্ধনে তুলে ধরা হয়েছে কারুকাজ। সুরমা নদীর দুই ধারে তৈরি করা হয়েছে বিনোদন স্পট। অর্থাৎ সর্বত্রই একটা নান্দনিকতার ছোঁয়া, যা সহজেই মুগ্ধ করে মানুষকে।