ঠিকানা রিপোর্ট : আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় নিউইয়র্কের লংআইল্যান্ড সিটির বেলমন্ট লেক স্টেট পার্কের সবুজ চত্বরে ৭ আগস্ট রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক আয়োজন করেছিলো “বনভোজন ২০২২” বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বনভোজনটি পারষ্পরিক সম্প্রীতির এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়। পার্কেও সবুজ-শ্যামল মাটিতে শিশু-কিশোর ও বড়দের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অতীত স্মৃতি রোমন্থন, কুশল বিনিময়, অনুভূতি প্রকাশ এবং উচ্ছাসমুখর আনন্দঘন পরিবেশেদিনটিকে সকলে উপভোগ করেন। সংগঠনের সভাপতি সাবিনা শারমিননিহার-এর নেতৃত্বে বনভোজন কমিটির আহবায়ক অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, বনভোজন কমিটির সদস্য সচিব মীর কাদের রাসেল, সংগঠনের সাবেক সভাপতি পারভেজ কাজী, সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সগীর, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন দাস, সংগঠনের সাবেক সভাপতি আবদুল আজিজ নঈমী, সংগঠনের সাধারণ সম্পাদক রতন চৌধুরীর তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে সার্বিক সহযোগিতা করেন -সংগঠনের নির্বাচন কমিশনার অধ্যাপক এ. কে. আখতার হোসেন, সংগঠনের নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা, মোহাম্মদ হুমায়ুন কবির, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, কল্লোল মজুমদার, গণেশ চন্দ্র ভৌমিক, সহ সভাপতি কামাল হোসেন মিঠু, সহ সভাপতি আবুল কাসেম, সহ সাধারণ সম্পাদক সলিল কুমার চৌধুরী, অর্থ সম্পাদক মাকসুদা খানম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এয়াকুব উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অনুপ দাশ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সৌমেন্দ্র কুমার নন্দী, মোহাম্মদ আমিনুল ইসলাম, ফারহানা আকতার, কল্লোল দাশগুপ্ত, মোহাম্মদ আমির আজম চৌধুরী, প্রবাল চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন, মিনারা কাজী, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ইকবাল হোসাইন।
সভাপতি সাবিনা শারমিন নিহার-এর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন – সহ সভাপতি কামাল হোসেন মিঠু, আলোচনায় অংশগ্রহণ করেন – সংগঠনের সাবেক সভাপতি পারভেজ কাজী, সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সগীর, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন দাস, সংগঠনের সাবেক সভাপতি আবদুল আজিজ নঈমী, সংগঠনের সহসভাপতি আবুল কাশেম, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, নজরুল ইসলাম সেলিম। বনভোজনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন – বনভোজন কমিটির আহবায়ক অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত ও সদস্য সচিব মীর কাদেও রাসেল।
বনভোজনে এলামনাই পরিবার ও কমিউনিটির বিশিষ্ট শিল্পীদের মুগ্ধতায় ডুবিয়ে রাখেন- অনুপ দাশ, রুদ্রনীল দাশ রুপাই,বাফেলো থেকে আগত এলামনাই আজিজ মজুমদার, আফরোজা লতা, নাসিমা আক্তার এবং জনপ্রিয় উপস্থাপক, ছড়াকার শিল্পী মৃদুল আহমেদ।নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী অদৃকা এবং দেবারতি চৌধুরী। স্বরচিত কবিতা আবৃত্তি করেন সি ইউ ফ্রেন্ডস গ্রুপের এডমিন কবি খুকু আহমেদ, জনপ্রিয় ছড়কার শামস চৌধুরী রুশো এবং এলামনাই পরিবারের সদস্যবৃন্দ।
মোহাম্মদ আমিনুল ইসলাম ও সলিল কুমার চৌধুরীর নেতৃত্বে বড়দেও জমজমাট ফুটবল ও দৌঁড় প্রতিযোগিতা এবং বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের খেলাধুলা অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেন জসীম ইউ আহমেদ, অধ্যাপক স্বপন দাস।
মহিলাদের মনোমুগ্ধকর মিউজিক্যাল পিলো প্রতিযোগিতা পরিচালনা করেন- রেজাউল করিম সগীর, আবদুল আজিজ নঈমী, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, জসিম ইউ আহমেদ প্রমুখ।
বনভোজনে র্যাফেল ড্র স্পন্সর ও বিশেষ সহযোগিতা করার জন্য দিবাকর সেন, মোহাম্মদ হুমায়ুন কবির, এটর্নি খায়রুল বাশার, মোহাম্মদ এস. ফরহাদ সিপিএ, মোহাম্মদ আরিফুল ইসলাম, ইকবাল হোসাইন, জি এম ফারুক, কলি ফারুক, বাংলাদেশ সোসাইটির আহসান হাবিব , চট্টগ্রাম সমিতির আহসান হাবিব, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস, নজরুল ইসলাম সেলিম, আপনাবাজার, মনোজ সরকার, ডাঃ আকাশ, অ্যাডভোকেট নাসির, ভাসানত্রাজা, পরেশ সাহা, সুব্রত সেন, খামার বাড়ি এবং দ্বীপ বাংলা গ্রোসারীসহ সংশ্লিস্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
র্যাফেল ড্র বিক্রি করে সংগঠনের তহবিল সংগ্রহে বিশেষ অবদান রাখেন – শিলা মুহিত,ফারহানা আক্তার ও মাকসুদা খানম। এজন্য সংগঠনের পক্ষথেকে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিভিন্ন সংগঠন, কমিউনিটির নেতৃবৃন্দ বনভোজনে অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র্যাফেল ড্র পরিচালনা করেন – সাবিনা শারমিন নিহার, কামাল হোসেন মিঠু, আবুল কাসেম, রতন চৌধুরী, অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, বনভোজন কমিটির সদস্য সচিব মীর কাদের রাসেল, মোহাম্মদ আমিনুল ইসলাম। শফিক তাঁর ঢোলের যাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখেন সবাইকে।