বনভোজন : নরসিংদী জেলা সমিতি

নিউইয়র্ক : নরসিংদী জেলা সমিতির বনভোজনের উদ্বোধন।

ঠিকানা রিপোর্ট : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হলো নরসিংদী জেলা সমিতি ইউএসএর বার্ষিক বনভোজন। গত ৭ আগস্ট সকাল ১০টায় নিউইয়র্কের সাউথ হেভেন কাউন্টি পার্কে সংগঠনের সভাপতি রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন ও সদস্যসচিব ইয়াসিন মিয়ার পরিচালনায় বনভোজনের কার্যক্রম শুরু হয়। বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবুল হোসেন, উদ্্যাপন কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন, প্রধান সমন্বয়কারী আলহাজ সহন ভূঁইয়া, অতিথিবৃন্দ এবং সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন সভাপতি রঞ্জিত কুমার সাহা।
ছায়াঘেরা মনোরম পরিবেশে ছয় শতাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। বনভোজনে প্রধান অতিথি ছিলেন ডা. নাজমুল এইচ খান, গেস্ট অব অনার অ্যাকাউন্ট্যান্ট আবুল কালাম খান। বিশেষ অতিথি ছিলেন রাইট কেয়ার মেডিক্যাল অফিসের এমডি মো. হোসাইন ইমরান, কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারমাহফুজুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন।
বনভোজন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও স্মরণিকা প্রকাশ করা হয়। এর সম্পাদনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. হারুন অর রশীদ। বনভোজনে সারা দিন রকমারি খাবার ও খেলাধুলা, আকর্ষণীয় র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল প্রতিযোগিতা, বাচ্চাদের জন্য ট্যাট্টু, ফেইস আর্ট, জাদুসহ অনেক বিনোদনমূলক আয়োজন ছিল। শিশুদের মাঝে আকর্ষণীয় খেলনা ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। দুপুরের খাবারের পর মহিলাদের আকর্ষণীয় পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দেড় শতাধিক অতিথি। এ ছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রবাসের শিল্পী মামুন, ইফাদ, রোজী আজাদ ও সবিতা দাস। র‌্যাফল ড্রতে ১২টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। র‌্যাফল ড্রর পর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।