ঠিকানা রিপোর্ট : পাবনা জেলা সমিতি আমেরিকার বার্ষিক বনভোজন গত ১৩ আগস্ট শনিবার মহাধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের সবুজে ঘেরা জনপ্রিয় বেলমন্ট লেক স্টেট পার্কে। নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে চারটি বাস ও অর্ধশতাধিক ব্যক্তিগত গাড়িতে প্রায় ৫০০ প্রবাসী পাবনাবাসী বনভোজনে স্থলে গিয়ে পৌঁছান। বাসের মধ্যে অনেকে নাস্তা করেন। অনেকে বনভোজন স্থলে গিয়ে সকালের নাস্তা সম্পন্ন করেন।
বেলমন্ট লেকে স্টেট পার্কে পৌঁছে শিশু-কিশোর নারী-পুরুষ পরিবহন থেকে নেমেই কলকাকলিসহ বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠেন। সবুজে ঘেরা পার্কটি বনভোজন পিয়াসী সকলের মিলিত কোলাহলে যেন নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠে। পাখ-পাখালির কিচিরমিচির আনন্দ বনভোজনকে আরও রঙিন করে তোলে।
বনভোজনে নেতৃত্ব দেন সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল আওয়াল, সভাপতি আব্দুল হাদী রানা, বনভোজন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নবী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি অহিদুজ্জামান লিটন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম ফারুক পান্না, বনভোজন কমিটির সচিব কুতুবউদ্দিন আইবেক, জাহাঙ্গীর হোসেন ও মোয়াজ্জেম হোসেন। শিশু-কিশোর, নারী ও পুরুষের বিভিন্ন খেলা পরিচালনায় ছিলেন রাজু আলীম ও প্রফেসর ইউনুস।
প্রধান অতিথি হিসেবে বনভোজনের শুভ উদ্বোধন করেন স্পন্সর কোম্পানি হ্যাপি ফ্যামিলি ডে কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী কোহিনুর আক্তার ও এলিনা। অতিথি হিসেবে আরো ছিলেন- সারা হোম কেয়ার প্রতিনিধি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর এইচ মিয়া, ইঞ্জিনিয়ার সাইফুল, বাদশাহ আলমগীর, পান্নু প্রমুখ।
র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকেট। দ্বিতীয় পুরস্কার ছিল ডায়মন্ড রিং এবং অন্যান্য পুরস্কার।
সকালের নাস্তা ছাড়াও দুপুরে বনভোজনের সুস্বাদু খাওয়া-দাওয়া, বিকালে স্ন্যাকস-চায়ের আপ্যায়ন। সবাই বনভোজন ভীষণভাবে উপভোগ করেন। আগামীতে আরও বড় আয়োজনের প্রত্যাশা নিয়ে ঘরে ফেরেন সবাই।