সাতক্ষীরা : সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এদের মধ্যে একজন যুবলীগের ইউনিয়ন সভাপতি। গত ১৪ জুলাই মধ্যরাতে বাঁশদহা গ্রামের কয়ারবিল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শূটার গান, এক রাউন্ড গুলি ও কিছু মাদকদ্রব্য। এ সময় আহত হয়েছে ৫ পুলিশ সদস্য। গুলিবিদ্ধ নিহত মাদক ব্যবসায়ীরা হলো কলারোয়া কেড়াগাছি ইউনিয়নের আবুল কাসেমের ছেলে ও কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ (৪০) এবং বাঁশদহা গ্রামের আব্দুল গনির ছেলে দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনেই আন্তঃজেলা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই রিয়াদুল, এএসআই সুমন, এএসআই মাজেদুল ও দুই কনস্টেবল রুবায়েত ও তুহিন।
- বিজ্ঞাপন -