বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র ডাকাতদলের সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে চার বছরের শিশু ধর্ষণের মামলার আসামি আব্দুর রহিম (২০)। গত ৩১ মার্চ রাত একটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়াস্থ ডুলাছড়ার কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রহিম উলুবনিয়া গ্রামের আকতার আহমদের ছেলে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি ও ব্যবহƒত দুটি গুলির খোসা উদ্ধার করে।র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যাবের একটি দল উলুবনিয়া এলাকায় অভিযানে যায়। সেখানে অবস্থান করা সশস্ত্র ডাকাতেরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি ছুড়লে ডাকাতেরা পালিয়ে যায়। এরপর সেখানে গুলিবিদ্ধ একজনের লাশ পাওয়া যায়।তিনি আরও বলেন, গত ২৬ মার্চ উলুবনিয়া এলাকার এক বাড়িতে পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় গত ২৮ মার্চ শিশুটির দাদা আলতাজ আহমদ বাদী হয়ে প্রতিবেশী আব্দুর রহিমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন। রহিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।