বন্দুক নিয়ন্ত্রণে স্টেটের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ

ঠিকানা রিপোর্ট: লাগ ভেগাস এবং ফ্লোরিডার পার্কল্যান্ডস্থ ডগলাস হাই স্কুলের মর্মান্তিক হত্যাকান্ডের পর নিউইয়র্কের ছাত্রÑছাত্রীসহ সর্বস্তরের বাসিন্দাদের জান-মালের নিরাপত্তা বিধানে নিউইয়র্ক স্টেট এবং সিটি প্রশাসন সর্বদা চকিত চরণ হরিণীর মত উৎকর্ণ রয়েছে। আগ্নেয়াস্ত্রজনিত সহিংসতা প্রতিরোধ এবং আগ্নেয়াস্ত্র বিরোধী অভিযানে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাগণ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন এবং আগ্নেয়াস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য গভর্নর ক্যুমোর প্রশাসন ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স কোম্পানীগুলোকে অনুরোধ জানিয়েছে বলে ২২ এপ্রিল জানা গেছে।
২০ এপ্রিল স্টেটের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সুপারিনটেনডেন্ট মারিয়া ভুলোর পক্ষ থেকে ব্যাঙ্ক এবং ইন্স্যুরারদের নিকট প্রেরিত পত্রে ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশন এবং গান ইন্ডাস্ট্রির সাথে ব্যবসার দরুন সুখ্যাতি বিনষ্টের ঝুঁকির কথা বলা হয়েছে। অবশ্য ভুলোর পক্ষ থেকে প্রেরিত পত্রে বন্দুক কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা ইন্সটিটিউশনগুলোর বিরুদ্ধে জরিমানা আরোপের ভয় দেখানো হয়নি। তবে সম্প্রতি ফ্লেরিডার পার্কল্যান্ডস্থ ডগলাস হাই স্কুল হত্যাকান্ডের পটভ’মিতে সর্বসাধারণের নিন্দাবাদের প্রসঙ্গ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।
ভুলো বলেন, গান ভায়োলেন্সের যে সকল মর্মবিদারী ঘটনা আমরা প্রায়শ অবলোকন করছি তাতে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ মাত্রা ছাড়িয়ে গেছে। এই ভয়ানক অরাজকতা ও মাৎস্যন্যায় দশা আর চলতে দেয়া যায়না। জনগণ এই ভয়াবহ পরিস্থিতি আর মোকাবেলা করতে চায়না। তাই ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনস এবং বন্দুক কারখানার প্রতি সর্বসাধারণের অসন্তোষ চরমে উঠছে। তিনি আরও বলেন, স্টেট নিয়ন্ত্রিত মেটলাইফসহ কিছু সংখ্যক ব্যবসায়িক প্রতিষ্ঠান পার্কল্যান্ড ভয়াবহ হত্যাযজ্ঞের পর ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। যে সকল কোম্পানী ইতোমধ্যে ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনস, গান ইন্ড্রাস্ট্রি এবং বন্দুক ব্যবসার বিকাশে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং সর্বসাধারণের নিরাপত্তা ও জানমালের নিশ্চয়তা বিধানে তৎপর সেগুলোর সাথে যোগ দেয়ার জন্য ফাইন্যান্সিয়াল সার্ভিস নিউইয়র্কে বাণিজ্যরত সকল ইন্স্যুরেন্স কোম্পানী এবং ব্যাঙ্কের প্রতি অনুরোধ জানিয়েছে। চলতি মাসের গোড়ার দিকে স্টেট পেনসনের ফান্ডের প্রধান হিসেবে স্টেট কন্ট্রোলার থমাস ডিনাপোলি ক্রেডিট কার্ড কোম্পানীগুলোর নিকট বন্দুক ক্রয় কমিয়ে আনার জন্য জন্য একটি পত্র প্রেরণ করেছিলেন। ডিনাপোলি তার পত্রে উল্লেখ করেছিলেন যে সমাজে বন্দুক সহিংসতা ও খুন খারাবি অব্যাহত থাকলে সর্বসাধারণের নিন্দাবাদ বাড়বে এবং আন্দোলন দানা বেঁধে উঠবে ও পরিণতিতে কোম্পানীগুলোর জন্য ভয়ানক আর্থিক ঝুঁকি মাথা চাড়া দিয়ে উঠবে। ডিনাপোলির পত্রের পরবর্তীতে সিটিগ্রুপ কাস্টমারদের বাম্প স্টক ক্রয় না করার এবং ২১ বছরের কম বয়সী ও অতীত কর্মকান্ড যাচাইয়ে ব্যর্থ প্রমাণিতদের নিকট আগ্নেয়াস্ত্র বিক্রয় না করার অনুরোধ জানিয়েছিল। এ সকল পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ভুলো তার বর্তমান পত্র প্রেরণ করেছেন।
এদিকে নিউইয়র্কের ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনের বোর্ড সদস্য এবং স্টেট রাইফেল অ্যান্ড পিস্তল এসোসিয়েশনের প্রেসিডেন্ট টম কিঙ সুপারিনটেনডেন্ট ভুলোর পত্রের কড়া সমালোচনা করেছেন। ভুলোর পত্রকে তিনি এক ধরনের নির্যাতন এবং ছদ্মবেশী হুমকি হিসেবেও অভিহিত করেন।