বয়েস কতো

মনজুর কাদের :

ও মিয়া ভাই ঠিক করে কন
হইলো বয়েস কতো?
দেখতে লাগে নাদুসনুদুস
বাচ্চাছেলের মতো!!

বলতে তো চাই অনুমানেই
আচ্ছা যেমন ধরুন,
আপনি হলেন বিশ বছরের
টগবগে এক তরুণ!!

যেমন তরো সুঠাম দেহ
তেমন তরো ভয়েস!
সবাই জানি ভাইয়ের কেবল
ফুটলো বিয়ের বয়েস!!

বিয়ের বাজার কেমন ভাইয়ের
নিজেই তো টের পাবেন!
বয়েস যে ষাট পার করেছেন

ওইটা চেপে যাবেন!!