বরফে মোনালিসার ছবি


ঠিকানা ডেস্ক : বিশ্বব্যাপী কোটি কোটি শিল্পপ্রেমী মানুষকে ভাবনার খোরাক জুগিয়ে এসেছে লিওনান্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার ছবি। বহু তর্ক-বিতর্ক হয়েছে ‘অবাক’ এ শিল্প নিয়ে। এবার বরফের মধ্যে মোনালিসার ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন কানাডার এক যুবক।
বাড়ির কাছে বরফ জমে থাকা উপত্যকাকেই ক্যানভাস হিসেবে বেছে নিয়েছেন টরন্টো নিবাসী রবার্ট গ্রিনফিল্ড নামের ওই যুবক। তবে রঙ-তুলি নয়, রবার্ট ওই ছবি আঁকার জন্য ব্যবহার করেছেন হকিস্টিক ও বেলচা। গত বছর চাল ও রুটি দিয়ে বানানো মোনালিসার প্রতিকৃতিও বেশ আলোচিত হয়েছিল ইন্টারনেটে।
তার আঁকা মোনালিসার ছবিটির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন রবার্ট নিজেই। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কিভাবে বরফের ওপর মোনালিসার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি।
যদিও নিজের শিল্পকর্ম নিয়ে মজা করতে ছাড়েননি তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন- এটিকে মোনালিসা না বলে স্নোনালিসা বলাই ভালো। এটিকে ল্যুভর মিউজিয়ামের বদলে কোনো ইগলুতে রাখলেই ভালো।