বরিশাল নগরভবনে প্রযুক্তির ছোঁয়া

বরিশাল : ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লাগছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নগরভবনে। এরই মধ্যে সার্ভারসহ প্রয়োজনীয় আধুনিক ইলেকট্রনিক ডিভাইস নগরভবনে পৌঁছেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এসব যন্ত্রাংশ গ্রহণ করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর মাধ্যমে বিসিসির রাজস্ব খাত ও হিসাব বিভাগ সম্পূর্ণ অটোমেশনের আওতায় আসবে বলে জানা যায়। নগরভবনের দায়িত্বশীল সূত্রে জানা যায়, রাজস্ব খাত ও হিসাব বিভাগ একটি সুনির্দিষ্ট কর্মপন্থায় এলে করপোরেশনের কাজের গতি বাড়াবে। এতে সময়ের অপচয় কমার পাশাপাশি কাজের স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।

সূত্রমতে, নগর ভবনকে ডিজিটালে রূপান্তর করতে সম্প্রতি যন্ত্রাংশ পাঠায় মন্ত্রণালয়। এর ফলে ঘরে বসেই বিভিন্ন বিল পরিশোধসহ নানা সেবা পাবেন নাগরিকরা। এ ছাড়া করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে ডিজিটাল হাজিরা পদ্ধতি। এ পদ্ধতিতে কাজ না করে বেতন নেওয়ার দিনের অবসান হচ্ছে।

সিটি করপোরেশনের জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে, নগরীর নানা উন্নয়নমূলক কাজ গ্রহণ, অগ্রগতি, ব্যয়সহ সব তথ্যই নগরবাসীর জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়াও সচল হচ্ছে করপোরেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ। করপোরেশনের দৈনন্দিন কর্মকাÐ ও কর্মপরিকল্পনা আপডেটের পাশাপাশি নানা সমস্যা, উন্নয়ন কাজের নানা মতামত তুলে ধরে অংশগ্রহণ করতে পারবেন নাগরিকরা। প্রয়োজনে সিটি মেয়রের সঙ্গে সরাসরি অংশগ্রহণের সুযোগও থাকছে।