ঠিকানা অনলাইন : বরেণ্য অভিনেতা আলী যাকের হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ছেলে ইরেশ যাকের বলেছেন, চলতি সপ্তাহে নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে। শারীরিকভাবে একটু অসুস্থ, এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন শরীরের অবস্থা মোটামুটি। চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
আলী যাকেরের স্ত্রী অভিনেত্রী সারা যাকের বলেন, অনেক দিন ধরেই আলী যাকেরের শারীরিক অবস্থা খারাপ যাচ্ছে। প্রায় ৪ বছর ধরে ক্যানসারে আক্রান্ত। করোনার এই সংকটে খুবই সতর্কতা অবলম্বন করে চলছিলেন। কিন্তু চলতি সপ্তাহে শারীরিক অবস্থার একটু অবনতি হয়। তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী যাকেরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। গত ৬ নভেম্বর নিজ বাসায় ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন উদ্যাপন করেন এই অভিনেতা।
ঠিকানা/এনআই