বরো ভিত্তিক কারাগারে কয়েদীদের পাঠানোর পরিকল্পনা

ঠিকানা রিপোর্ট: কোর্ট হাউজের (আদালত কক্ষের) নিকটবর্তী বরো-ভিত্তিক কারাগারে কয়েদীদের প্রেরণের পরিকল্পনা প্রকাশ করেছেন মেয়র বিল বি ব্লাসিয়ো। ২০২৭ সাল নাগাদ অনিয়মের অভয়ারণ্য রিকারস আইল্যান্ড বন্ধ করে দেয়ার লক্ষে মেয়র ডি ব্লাসিয়ো বরো-ভিত্তিক কারাগারে কয়েদীদের প্রেরণ ছাড়াও ব্রঙ্কসে একটি নতুন লকআপ তৈরির পরিকল্পনা করছেন বলে ১৬ ফেব্রুয়ারি জানা যায়।
মেয়রের নতুন পরিকল্পনার আওতায় ক্রিমিনার কোর্টের সন্নিকটবর্তী ব্রুকলীন, ম্যানহাটান এবং কুইন্সের বিদ্যমান কারাগারগুলোকে আরও অধিক সংখ্যক কয়েদী রাখার উপযোগী করে রিমডেল করা হবে। এদিকে সর্বসাধারণের পক্ষ থেকে বাড়তি স্ক্রুটিনী, দেখভাল এবং আদালতের নির্দেশে মনিটর থাকা সত্ত্বেও কারাগারের অভ্যন্তরে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় কয়েদীদের সার্বিক দেখভালের দায়িত্বপ্রাপ্ত স্টেটের কমিশন অব কারেকশন নামক বিশেষ প্যানেল সিটি প্রশাসনের কড়া সমালোচনা করেছে। মেয়র জানান যে ব্রঙ্কসের মট হ্যাভেন এলাকার ৩২০ কনকর্ড এভিনিউতে নতুন কারাগার ¯াপন করা হবে। স্ট্যাটেন আইল্যান্ডে নতুন কারাগার ¯াপনের কোন পরিকল্পনা ডি ব্লাসিয়োর নেই বলে সংবাদ সম্মেলনে মেয়র উল্লেখ করেছেন।
কোর্ট হাউজের নিকটবর্তী অন্যান্য কারাগারগুলো হচ্ছে:
ডাউন টাউনের ১২৫ হোয়াইট স্ট্রীট¯ ম্যানহাটান ডিটেনশন সেন্টার যা দ্য টম্বস নামে পরিচিত।
ব্রুকলীন হাউজ নামে পরিচিত ২৭৫ আটলান্টিক এভিনিউ¯ ব্রুকলীন ডিটেনশন সেন্টার।
কিউ গার্ডেনসের ১২৬-১০ ৮২ এভিনিউ¯ কুইন্স ডিটেনশন সেন্টার। উল্লেখ্য, ১৫ বছরেরও বেশি সময় ধরে এই কারাগারে কয়েদীদের রাখা হচ্ছে না এবং এর ব্যাপক রিমডেলিংয়ের প্রয়োজন রয়েছে। যাহোক, মেয়র বিল ডি ব্লাসিয়ো জানান, কয়েক বিলিয়ন ডলার ব্যয়সাপেক্ষ নতুন কারাগার নির্মাণের কাজ নির্ধারিত ¯ানে পরবর্তী কয়েক বছরের মধ্যে শুরু হবে। ম্যানহাটানের ডেমক্র্যাটিক দলীয় সিটি কাউন্সিল স্পীকার করী জনসন বলেন, চেম্বার এবং প্রশাসন কয়েদীদের ৪টি কারাগারে ¯ানান্তরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন। জনসন নিজেও ২০২৭সালের আগেই রিকারস আইল্যান্ড ফ্যাসিলিটি বন্ধ করে দিতে চান বলে জানান। তিনি বলেন, আমরা ১০ বছরের কম সময়ের মধ্যে এটি বন্ধ করার পদক্ষেপ নিচ্ছি।
মেয়র ডি ব্লাসিয়োর মুখপাত্র নাটালি গ্রাইবাউস্কা বলেন, ৪টি কারাগারের রিমডেলিং কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত সিটি অপেক্ষা করতে রাজি নয়। যখনই একটির রিমডেলিং কাজ শেষ হবে সিটি তৎক্ষণাৎ সেখানে কয়েদী ¯ানান্তর শুরু করবে। এদিকে জাস্টিস ডিপার্টমেন্ট অভিমত ব্যক্ত করেছে যে রিকারস আইল্যান্ড ফ্যাসিলিটিতে সহিংসতার সংস্কৃতি গভীর শেকড় গেড়ে বসেছে। গত শরতে স্টেটের সাবেক চীফ জাজ যোনাথান লিপম্যান বলেছিলেন যে ডি ব্লাসিয়োর রিকারস আইল্যান্ড ফ্যাসিলিটি বন্ধের কাজ ঢিমে তেতালা গতিতে অগ্রসর হচ্ছে। গত বছর রিকারস আইল্যান্ড বন্ধের সুপারিশকারী ব্লু রিবন প্যানেলের প্রধান ১৫ ফেব্রুয়ারি অবশ্য বলেছেন যে নতুন কারাগার নির্মাণ এবং পুরাতন কারাগারের রিমডেলিং কাজে সিটি প্রশাসন সঠিকভাবে এগুচ্ছে। এদিকে কমিশন অব কারেকশন নামক ওভারসাইট প্যানেল ডি ব্লাসিয়ো নির্ধারিত সময়ের আগেই রিকারস আইল্যান্ড ফ্যাসিলিটি বন্ধের উপর জোর দিচ্ছে।
বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৯ হাজার লোককে সিটির কারাগারে পাঠানো হয়ে থাকে। প্রত্যহ কারাগারে পাঠানো কয়েদীর সংখ্যা গড়ে ৫ হাজার হলেই মেয়র ডি ব্লাসিয়ো রিকারস আইল্যান্ড ফ্যাসিলিটি বন্ধ করতে চান। জানা যায় এক দশকেরও বেশি সময় থেকে নিউইয়র্ক সিটিতে গ্রেপ্তার এবং কারাগারের পাঠানো আসামীর সংখ্যা হ্রাস পেয়েছে।