নিউইয়র্ক : ব্রঙ্কসে বিশ্ব মা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। নিউইয়র্ক : পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনের অঙ্গ হিসেবে ‘বৃদ্ধাশ্রমকে না বল, পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনে সচেতন হোন’- স্লোগানকে সামনে রেখে গত ১৩ মে রোববার রাতে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওল্মস্টেট এভিনিউ এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদা আহমেদ সবান্ধবে পালন করেন বিশ্ব মা দিবস। অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানান মাকসুদা আহমেদ। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কর্মসূচি। মাদেরকে প্রদান করা হয় বিশেষ উপহার সামগ্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইলা সরকার, তাহমিনা খানম বিউটি, জুঁই ইসলাম, রেক্সোনা মজুমদার, বিপা, রেহানা, লিনা, পেঞ্চী, মো: এন মজুমদার, এস আর লিংকন, মামুন রহমান, মোতাসিন বিল্লাহ তুষার প্রমুখ।
বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। ২০ জন মাকে প্রদান করা হয় বিশেষ উপহার সামগ্রী। জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে মায়া, আঞ্জালিকা, সামিরা প্রমুখ। গভীর রাত পর্যন্ত বহু সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।