ঠিকানা অনলাইন : ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে পরাজিত করে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলিয়ান নির্বাচন কর্তৃপক্ষে তথ্যানুসারে নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। অন্যদিকে লুইজ ইনাসিও পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট।
বিবিসি, আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এমনটা জানা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ভোটের প্রথমার্ধে বলসোনারো এগিয়ে থাকলেও পরবর্তীতে প্রায় কাছাকাছি ব্যবধান রেখে নির্বাচনে জয়লাভ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুইজ ইনাসিও।
এদিকে সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এর আগে ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ায়। শেষ পর্বের নির্বাচনে হেরে যান বর্তমান রাষ্ট্রপতি বলসোনারো।
লুইজ ইনাসিওর বিজয়ে রাস্তায় নেমে উল্লাসে মেতেছেন ব্রাজিলিয়ানরা। সরকারের সাবেক কর্মকর্তা লুইস কার্লোস গোমেজ বলেন, তিনি (লুইজ ইনাসিও লুলা দা সিলভা) গরিবদের জন্য ভালো নেতা, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বসবাস করে, তাদের জন্য তিনি উপযুক্ত।
তবে বলসোনারো এই পরাজয় স্বীকার করবেন কি না তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। এর আগে তিনি নির্বাচন-পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছিলেন এবং গত বছর তিনি প্রকাশ্যেই নির্বাচনের ফলাফলকে অস্বীকার করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
ব্রাজিলের রেওয়াজ অনুযায়ী পরাজিত প্রার্থী সর্বপ্রথম নির্বাচনের বিষয়ে বক্তব্য রাখেন এবং নির্বাচনের ফলাফল মেনে নেন। তারপর বিজয়ী প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন।
সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
ঠিকানা/এনআই