বলিউডের সবচেয়ে ধনী দীপিকা

বলিউড মানেই স্বপ্নে জগৎ। ঝলমলে আলোর ঝলকানিতে মায়াবি একটা লগরী। এখানে নিজেদের সেরাটা দিয়েই নিজেদের জায়গাটা পাকা তৈরি করে নিতে হয়। এ খেলায় কেউ পারে কেউ বা হারে। এভাবেই চলছে বলিউড। এখানে অনেক অভিনেতা অভিনেত্রীরাই এখানে আসেন, কেউ আছেন কেউ ঝরে গিয়েছেন। কেউ বা আবার গাড়ি-বাড়ি-অঢেল সম্পদের মালিকও হয়েছেন। গ্ল্যামারের ঝলকানি তো বটেই, অভিনয়ের জোরে বি-টাউনে জায়গা করে নিয়েছেন বলি-নায়িকারাও। একের পর এক হিট। বক্স-অফিসে খুশির হাওয়া। আর একের পর পরিচালক-প্রযোজকদের লম্বা লাইন সেই সব নায়িকার পেছনে। আর পর্দার মোহময়ীদের ব্যাংক এ্যাকাউন্টও ধীরে ধীরে ফুলে-ফেঁপে ঢোল। কোনও নায়িকার সম্পত্তির এ বছর বেশি তো কোনও নায়িকার অর্থের পরিমাণ পরের বছরই খানিক বেশি। এটাই তো বলি ইন্ডাস্ট্রির রুপোলি মায়া। ২০১৮ সালে কোন বলি অভিনেত্রীর ব্যাংক ব্যালান্স সব থেকে বেশি? অর্থাৎ কে এখন এ দেশের ধনীতম অভিনেত্রী?
এই মুহূর্তে এই আসনটি দীপিকা পাডুকোনের দখলে। একটি ছবিতে অভিনয়ের জন্য দীপিকার পরিশ্রমিক ১৫ কোটি টাকা। আর বিভিন্ন বিজ্ঞাপনের চুক্তি থেকে বছরে তার প্রাপ্য আয় ৮ কোটি টাকা। তার উপর বলিউডে একটি ধারা রয়েছে, ছবি অভিনয়ের জন্য একজন নায়ক ছবির নায়িকার চেয়ে বেষি পারিশ্রমিক পেয়ে থাকেন।