
আটলান্টিক সিটি প্রতিনিধি : ভালোবাসা দিবসে বসন্তের রঙে রংগীন হয়ে উঠেছিল আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশীদের মনপ্রাণ। .সুদূর বাংলাদেশের বসন্ত সমীরণ হাজার মাইল পেরিয়ে দোলা দিয়ে যায় আটলান্টিক সিটির প্রবাসীদের মনে-প্রাণে।এমন দিনে তাইতো তারা প্রাণ খুলে গেয়ে ওঠে-“বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে……”।
গত তেরো ফেব্রুয়ারি,বুধবার রাতে ‘বসন্ত বরণ ও ভ্যালেনটাইন দিবস’ পালন উপলক্ষে নিউজারসি অংগরাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে প্রবাসী বাংলাদেশীরা আয়োজন করেছিল প্রাণের আয়োজনের।সেই আয়োজনে প্রবাসী রীতা চৌধুরী ,সিয়েন কিং,মামুনি চৌধুরী ,টুম্পা দাশ,লাকী চৌধুরী ,শ্যামলী কর্মকার,প্রীতম দেব,সুকণ্যা দের কন্ঠে বসন্ত বন্দনা ও ভালোবাসার গান উপস্থিত প্রবাসীদের মাতিয়ে রাখেন।শিল্পীদের তবলায় সহযোগিতা করেন অনীক চৌধুরী ।
শিল্পীরা একক, দ্বৈত ও সমবেত সংগীত পরিবেশন করে প্রবাসীদেরকে আনন্দে মাতিয়ে রাখে। তাদের কণ্ঠে যখন ‘ আহা আজি এ বসন্তে’ বা ‘ভালোবাসি ভালোবাসি’ সংগীত পরিবেশিত হচ্ছিল তখন যেন অনুষ্ঠানস্থল জুড়ে ভালো লাগার রেনু ছড়িয়ে পড়ছিল।আর তা গায়ে মেখে প্রবাসীরা মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে।সংগীত অনুষ্ঠান শেষে প্রবাসীরা নৈশভোজে অংশ নেয়।
মধ্যরাত পার হতেই অনুষ্ঠানের যবনিকাপাত ঘটে।