বাঁকা চাঁদ July 1, 2023 FacebookTwitterCopy URL হাফিজুর রহমান ঈদের ওই বাঁকা চাঁদেহাসি থাকে লেগে,দুঃখ যতই থাক না মনেদেখলে যায় ভেগে। ঈদের ওই বাঁকা চাঁদদেখি সবাই খোঁজে,ঈদের খুশি সব মানুষেরসকলেই তা বোঝে। ঈদের ওই বাঁকা চাঁদেভাঙে বাধার বাঁধ,দ্বন্দ্ব ভুলে চলতে শেখায়মিলিয়ে হাতে হাত।